ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে বজ্রপাতে আহত কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২০, ২০২২
রায়গঞ্জে বজ্রপাতে আহত কৃষকের মৃত্যু ফাইল ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে আহত আব্দুল লতিফ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মে) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ কৃষকের মৃত্যু হয়।

মারা যাওয়া আব্দুল লতিফ উপজেলার নলকা ইউনিয়নের হাটকান্দা গ্রামের মৃত করম আলীর ছেলে।

নলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঝড়-বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হচ্ছিল। এ অবস্থায় কৃষক আব্দুল লতিফ বাড়ির বাইরে বের হলে বজ্রপাতে আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, মে ২০, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।