ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সর্বনিম্ন ২৫ হাজার টাকা বেতনের দাবি চতুর্থ শ্রেণি কর্মচারীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ২৮, ২০২২
সর্বনিম্ন ২৫ হাজার টাকা বেতনের দাবি চতুর্থ শ্রেণি কর্মচারীদের

ঢাকা: নবম জাতীয় বেতন কমিশন গঠন করে বেতন স্কেল সর্বনিম্ন ২৫ হাজার ২০০ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবি জানিয়েছেন চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারীরা।

শনিবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

সমিতির অন্যান্য দাবিগুলো হলো- শতকরা ৪০ শতাংশ মহার্ঘভাতা দিতে হবে, বাড়ি ভাড়া শতকরা ৮০ শতাংশ করা, চিকিৎসা ভাতা ৩ হাজার ৫০০ টাকা, শিক্ষা ভাতা ২০০০ টাকা, যাতায়াত ভাতা ১৫০০ টাকা, টিফিন ভাতা ৫০০ টাকা ও ধোলাই ভাতা ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

এছাড়া রেশন দিতে হবে এবং পোশাকের টাকা বেতনের সঙ্গে দিতে হবে বলেও দাবি জানান তারা। আর আগের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা দেওয়া, পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করা, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল রাখাসহ সুদমুক্ত গৃহঋণ দেওয়ার দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন- বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সভাপতি মো. আজিম, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি এম এ হান্নান, মহাসচিব মো. মিজান উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ২৮, ২০২২
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।