ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীতে খালে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ২৯, ২০২২
ফুলবাড়ীতে খালে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খালের পানিতে ডুবে আবু ছাহিদ রাফিন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বজরের খামার এলাকায় এ ঘটনা ঘটে।

রাফিন ওই এলাকার রেজাউল  ইসলামের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাফিন উঠানে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে যায়। পরে তার মা বাড়ির উঠানে ছেলেকে দেখতে না পেয়ে চিৎকার করতে করতে আশে পাশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির পাশে খালের পানিতে রাফিনের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২৯, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।