ঢাকা, রবিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ৩০, ২০২২
রাজশাহীতে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

রাজশাহী: রাজশাহীতে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। সপ্তাহ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে ‘স্মার্টফোনের আসক্তি: পড়াশোনার ক্ষতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সোমবার (৩০ মে) দুপুর ১২টায় রাজশাহী কলেজ অডিটরিয়ামে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতা এ সেমিনারে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।

এ সময় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী কলেজের পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মালেক সরকার, নিউ গভ. কলেজের পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর সেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ৩০, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।