ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

টাকা ফেরতসহ আত্মসাৎকারীর বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মে ৩০, ২০২২
টাকা ফেরতসহ আত্মসাৎকারীর বিচার দাবি

ঢাকা: ব্যবসায়িক অংশীদার বানানোর লোভ দেখিয়ে এক দম্পতির বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন আনিসুর রহমান নামে এক ব্যবসায়ী।

সোমবার (৩০ মে) কুষ্টিয়ার বাসিন্দা আনিসুর রহমান (গাজী আনিস) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে টাকা ফেরতসহ অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন।

আনিসুর রহমান বলেন, ২০১৬ সালে ব্যবসায়ী নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ব্যবসায়িক পার্টনারশিপের সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক তিনি ব্যবসায় এক কোটি ২৬ লাখ টাকা বিনিয়োগ করেন। ২০২০ সালের ডিসেম্বরে লভ্যাংশসহ তাকেটাকা ফেরত দেওয়া হবে বলে চুক্তি হয়। পরে কয়েক দফায় লভ্যাংশের অংশ থেকে ৭৪ লাখ টাকা তাকে দেওয়া হয়। কিন্তু চুক্তির অবশিষ্ট টাকা ফেরত দেননি ওই দম্পতি।

এ ঘটনায় আদালতে দুটি মামলাও করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান আনিসুর।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ৩০, ২০২২
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।