ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাসিনা ক্ষমতায় বলেই জনগণ সুখে-শান্তিতে রয়েছে: মতিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ১, ২০২২
হাসিনা ক্ষমতায় বলেই জনগণ সুখে-শান্তিতে রয়েছে: মতিয়া

শেরপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী।

বুধবার (১ জুন) সকালে শেরপুরের নকলায় উরফা ইউনিয়নে বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে উরফা ইউনিয়নের অনুদান বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, শেখ হাসিনা ক্ষমতায় বলেই মানুষ উন্নয়নের স্বাদ ভোগ করছেন। আপনারা তার উপর আস্থা রাখুন, নৌকায় আস্থা রাখুন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে আস্থা রাখুন।

শেখ হাসিনার হাত ধরে দেশ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তাই আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি।

যখন মন্ত্রী ছিলেন, কোনো অতিরিক্ত বরাদ্দ নেননি উল্লেখ করে মতিয়া চৌধুরী আরও বলেন, কোনো এলাকার উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়াইনি। যখন যা সহায়তা পেয়েছি; তা ন্যায্যতার ভিত্তিতে আপনাদের মাঝে বিতরণের চেষ্টা করেছি। এমপি হিসেবে এখনও তাই করি।

এদিন শেরপুরের নকলা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের অনুদান প্রদান করেন মতিয়া। মেধা-ক্রমানুসারে তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রথম ১০ জন করে ছাত্র-ছাত্রীকে সৌর বাতি ও বৈদ্যুতিক ফ্যান দেন তিনি। এসএসসি ও সমমান দাখিল টেস্ট পরীক্ষায় মেধা-ক্রমানুসারে প্রথম ১০ জন করে শিক্ষার্থী ১ হাজার টাকা করে প্রণোদনাও দেন আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলসহ দলীয় নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১ জুন ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।