ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

উৎপাদন যতো হবে ততো কৃষকের আয় বাড়বে

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুন ৩, ২০২২
উৎপাদন যতো হবে ততো কৃষকের আয় বাড়বে

পাবনা (ঈশ্বরদী): কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের কৃষিকে বাণিজ্যিক ভিত্তিতে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার কাজ করছে। কৃষি কাজ করে, কৃষক যেন লাভ করতে পারে, সেই লাভ দিয়ে যেন তাদের জীবন-জীবিকার উন্নয়ন ঘটাতে পারে।

উৎপাদন যতো হবে, ততো কৃষকের আয় বাড়বে। সেই লক্ষ্যে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনিস্টিটিউটে ইক্ষু গবেষণা হাইস্কুল মাঠে কৃষক সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী লিচু মেলা ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (৩ জুন) লিচু মেলার দ্বিতীয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ঈশ্বরদীতে কৃষি অনেকটা উন্নত। এখানে অনেক অর্থকারী ফসল, শাকসবজি, ফলমূল উৎপন্ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আমাদের লক্ষ্য এখন পুষ্টিজাতীয় খাবারের দিকে। ঈশ্বরদীতে সম্ভাবনা অনেক বেশি রয়েছে। বর্তমান সরকার যদি কৃষকদের সুযোগ-সুবিধা দেয়। আমরা যদি প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থাটা করতে পারি। সেই চেষ্টা করতেই আমরা কৃষকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।

কৃষি সমাবেশে যোগ দেওয়ার আগে কৃষিমন্ত্রী লিচু মেলার সবকয়টি স্টল ঘুরে দেখেন। এর আগে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক নাটোর থেকে সড়কপথে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া একটি লিচুর বাগান পরিদর্শন করেন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য, বীর-মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকারের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইট কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিদ্দিকুর রহমান ময়েজ, শহিদুল ইসলাম বকুল এমপি।

এ সময় উপস্থিত ছিলেন হোসনে আরা বেগম এমপি, শামিমা আক্তার খানম এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক পিন্স এমপি, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল উদ্দিন, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজির আলম, সুগারক্রপ ইনিস্টিটিউটের মহা-পরিচালক ড. আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।  

এদিকে লিচু মেলা উপলক্ষে স্কুলমাঠ সেজেছে বর্ণিল সাজে। লিচু আর সব্জি দিয়ে তৈরি করা হয়েছে মূল ফটক। ওই মেলাতে সারাদেশ থেকে কৃষক সোসাইটির সদস্যরা আধুনিক কৃষিপণ্যের ৪০টি স্টলকে সাজিয়েছেন সুসজ্জিতভাবে। এছাড়াও ঈশ্বরদী উপজেলা সড়ক-মহাসড়কে একাধিক সুসজ্জিত তোরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।