ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাড়ছে ফ্রিজের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ৯, ২০২২
বাড়ছে ফ্রিজের দাম

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে অব্যাহতি প্রত্যাহারপূর্বক ভ্যাটের হার ৫ শতাংশ নির্ধারণ করা হচ্ছে। এর ফলে রেফ্রিজারেটর ও ফ্রিজারের দাম বাড়বে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।

রেফ্রিজারেটর ও ফ্রিজারের স্থানীয় পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশ নির্ধারণের পাশাপাশি এ পণ্যের উপকরণ ও যন্ত্রাংশ আমদানি এবং স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান সুবিধা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেন মন্ত্রী।

একইসঙ্গে রেফ্রিজারেটর ও ফ্রিজারের কম্প্রেসার উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেন আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ৯, ২০২২
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।