ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজা-হেরোইনসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুন ১১, ২০২২
কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজা-হেরোইনসহ আটক ২

কেরানীগঞ্জ (ঢাকা): দক্ষিণ কেরাণীগঞ্জে গাঁজা ও হেরোইনসহদুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। তারা হলেন-  মো. নাবিল (২২) ও  সুমন মজুমদার (৪২)।

শুক্রবার (১০ জুন) দিনগত রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার খেজুরবাগ এলাকায় অভিযান চলিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ত্রিশ লাখ টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও  ৫২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক সরবরাহ করে আসছিলেন। গ্রেফতার দুই জনের নামে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ১১ জুন, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।