ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জুন ১২, ২০২২
বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

বান্দরবান: বান্দরবানের কুহালং ইউনিয়ন এর মিনঝিড়ি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১২জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত ওই ব্যক্তির নাম নন্দ বংশ মহাথের (৭৩)। তিনি বৌদ্ধ বিহারে অধ্যক্ষের পদে কর্মরত ছিলেন।   তার বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।  
 
বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, সকালে বিহারের সেবকরা ওই ভিক্ষুকে খাবার দিতে গেলে বিহারের সামনে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি আমাকে জানায়। পরে আমি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জুন ১২, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।