ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জুন ১৩, ২০২২
জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর জুরাইনের একটি বাসায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইয়াসিন হাওলাদার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে জুরাইন মেডিক্যাল রোডে তাদের নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ঝালকাঠি জেলার নলছিটি থানার মালিপুর গ্রামের আলম হাওলাদারের ছেলে। সে জুরাইন মেডিক্যাল রোডে পরিবারের সঙ্গে টিনসেড ভাড়াবাসায় থাকতো এবং একটি কয়েল কারখানায় কাজ করতো।

ইয়াসিনের মা নাদিয়া আক্তার বাংলানিউজকে জানান, ঘটনার দিন সে বাসাতেই ছিল। রাতে রান্না করার সময় তিনি হঠাৎ ঘরে গিয়ে দেখেন ইয়াসিন কিছু বিদ্যুতের তারসহ অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং তার কপাল ঝলসানো। পরে প্রতিবেশীদের সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢমেক) নেওয়া হলে সেখানে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, জুন ১৩, ২০২২

এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।