ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সিএনজি চালকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সিএনজি চালকের মৃত্যু 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের দালালবাজারে একটি দোকানের আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলম (১৮) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৭ জুন) দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার দালালবাজারের মাছহাটার পাশে এ ঘটনা ঘটে।

 

নিহত আলম দালালবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ইউসুফের ছেলে।  

আগুনে ‘রাজু স্টোর’ নামের একটি কনফেকশনারি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ‘রাজু স্টোর’-এ বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুন লাগে। এ সময় সিএনজি অটোরিকশা চালিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন আলম। তিনি দোকানে আগুন জ্বলতে দেখে দোকানের শাটার খোলার চেষ্টা করে। মুহুর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উপস্থিত লোকজন শুকনো কাঠ দিয়ে তাকে সরিয়ে সেখান থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করে।  

এদিকে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।  

দালালাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান বাংলানিউজকে ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।