ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাগুরায় গাছে বেঁধে কিশোরকে নির্যাতন, আটক ১  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
মাগুরায় গাছে বেঁধে কিশোরকে নির্যাতন, আটক ১   নির্যাতনকারী নুর ইসলাম।

মাগুরা: মাগুরায় টিয়া পাখি চুরি করার অভিযোগে জীবন বিশ্বাস নামে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নূর ইসলাম নামে নির্যাতনকারী ব্যক্তিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

 

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যার পর আমলসার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম হোসেন নির্যাতনকারী নুর ইসলামের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কিশোর জীবন বিশ্বাসকে গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ঘটনাটি মাগুরার শ্রীপুর উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের পশ্চিম আমলসার গ্রামের।

খোঁজ নিয়ে জানা গেছে, সামান্য টিয়া পাখি চুরির অভিযোগে পশ্চিম আমলার গ্রামের বশির শেখের ছেলে মো. নুর ইসলাম গত বুধবার (১৫ জুন) এক কিশোরকে রশি দিয়ে গাছে ঝুলিয়ে বেদম মারধর করেন। 'পাখি চুরি করিনি' বলে হাউমাউ করে কান্নাকাটি করা সত্ত্বেও ছোট্ট কিশোরটি নূর ইসলামের নির্যাতন থেকে রেহাই পায়নি।

নির্যাতনের শিকার জীবন বিশ্বাসের বাবা শাহাবুদ্দিন বিশ্বাস পেশায় ভ্যানচালক। বিকেলে সাংবাদিকদের কাছে এ ঘটনার বিচার দাবি করেন।

প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, নির্যাতনকারী নুর ইসলাম শিশুটিকে বেদম পেটাচ্ছেন আর তার আশপাশে বিভিন্ন বয়সী নারী-পুরুষ বসে আছেন। কাউকেই কিশোর জীবন বিশ্বাসকে নির্যাতনের হাতে হাত থেকে রক্ষা করতে এগিয়ে যাওয়া বা নির্যাতনকারী নুর ইসলামকে বাধা দেওয়ার চিত্র চোখে পড়েনি।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad