ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাঁতার কাটতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুন ১৮, ২০২২
সাঁতার কাটতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে সাঁতার কাটতে নেমে আবু নাইম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জালপাজা গ্রামে খিরু নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আবু নাইম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। জালপাজা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

জালপাজা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আলম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জালপাজা গ্রাম ভালুকা ও গাজীপুরের শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। সকাল সাড়ে ১১টার দিকে আবু নাইম তার তিন চারজন বন্ধুকে নিয়ে জালপাজা গ্রামের খিরু নদীতে সাঁতার কাটতে নামে।  ঘণ্টাখানেক পরে তার বন্ধুরা নদী থেকে উঠে এলেও আবু নাইম নিখোঁজ থাকে। একপর্যায়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে নাইমকে উদ্ধার করে।  

পরে স্বজনরা খবর পেয়ে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এক এসএসসি পরীক্ষার্থী খিরু নদীতে সাঁতার কাটতে গিয়ে মারা গেছে বলে খবর পেয়েছি। তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।