ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ১৯, ২০২২
র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে পরিবহনে চাঁদাবাজির সময় রবিউল ইসলাম (৩২) নামের এক প্রতারককে আটক করেছে ট্রাফিক পুলিশ।

রোববার (১৯ জুন) সকালে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রবিউলের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার সিঙ্গারুল গ্রামে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, র‌্যাব পরিচয়ে ওই যুবক বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহন থেকে ৫০-১০০ টাকা চাঁদা উত্তোলন করছিলেন। এসময় ট্রাফিক পুলিশ তাকে হাতেনাতে আটক। সে র‌্যাবের একটি পোলো টি-শার্ট পরিহিত ছিলেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ব্যক্তি প্রায় ২-৩ মাস ধরে বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।