ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জুন ২০, ২০২২
গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় ট্রেনের ধাক্কায় আবুল খায়ের (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

রোববার (১৯ জুন) টঙ্গী-ভৈরব রেলরুটে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

 

তিনি নরসিংদীর রায়পুরা ‌থানার পাড়াতলী এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় বসবাস করে দিনমজুরের কাজ করতো আবুল খায়ের। রোববার লাইনের পাশ‌ দিয়ে হেঁটে আড়িখোলা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি। এসময় ঢাকাগামী একটি ট্রেন পেছন‌ থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল খায়ের মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, আবুল খায়ের রেললাইন দিয়ে হেঁটে আড়িখোলা স্টেশনের দিকে যাচ্ছিলো। এসময় ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।  

বাংলাদেশ সময়: ০১৩৮, জুন ২০, ২০২২
আরএস/এনএইচাআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।