ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুন ২০, ২০২২
সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছে।

রোববার (১৯ জুন) বিকেলে সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী ট্রলার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারের জন্য বানারীপাড়া ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ার সার্ভিসের টিম নিখোঁজ জেলের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।

বানারীপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, নিখোঁজ জেলের নাম রিয়াজ। তিনি সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের বড় ছেলে।

বানারীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল হোসেন বলেন, বিকেলে সন্ধ্যা নদীতে রিয়াজ ও তার সঙ্গে একজন মাছ ধরতে নামেন। সেসময় আকাশে বজ্রপাত হলে তারা নদীতে পড়ে যায়। পরে একজনকে স্থানীয়রা উদ্ধার করলেও রিয়াজ এখনো নিখোঁজ রয়েছে।

তিনি আরো বলেন, খবর পেয়ে বিকেল থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজের কোন সন্ধ্যান না পাওয়ায় আপাতত উদ্ধার অভিযান সমাপ্ত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, জুন ২০, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।