ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ইরাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুন ২০, ২০২২
ইরাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু নিহত মো. রাজন।

কুমিল্লা: ইরাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজন নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের আবদুল কাদেরের ছেলে।

রোববার (১৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, রাজন তিন বছর আগে ভাগ্য বদলের আশায় মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে পাড়ি জমায়। রোববার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ইরাকের বাগদাদের আলমনসুরা এলাকায় কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। আমরা তার মরদেহ দেশে আনার জন্য কাজ করছি।

তার বন্ধু হাবিবুল বাশার বলেন, তার বাড়ি আমার বাড়ির পাশেই। সে মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমি মরে যাওয়ার পরে যদি প্রোফাইলে আসেন আমার নাজাতের জন্য দোয়া করবেন। ’ এখনও লেখাটি ফেসবুকে ভেসে উঠছে।

মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান সাহিদুল ইসলাম শাহিন বলেন, খবর নিয়ে যা সহযোগিতা করা দরকার করব।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, জুন ২০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।