ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মোড়েলগঞ্জে রান্নাঘরে বৃদ্ধের গলাকাটা লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুন ২১, ২০২২
মোড়েলগঞ্জে রান্নাঘরে বৃদ্ধের গলাকাটা লাশ প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে নিজ রান্নাঘর থেকে মোকলেসুর রহমান খান (৭৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার মধ্য তেলিগাতী এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

মোকলেসুর মধ্যম তেলিগাতী গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে। তিনি ৭ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মোকলেসুর একাই বাড়িতে ছিলেন। কারা কি কারণে মোকলেসুরকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার গলা অর্ধেকের বেশি কেটে ফেলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বাচ্চু খান বলেন, রাতে একাই বাড়িতে ছিলেন বৃদ্ধ মোকলেসুর। সকালে তার প্রতিবেশী এক নারী বৃদ্ধ মোকলেসুরের মরদেহ দেখতে পায় রান্নাঘরে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

মোড়েলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মোকলেসুর রহমান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ শুরু করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুন ২১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।