ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার শামসুল ইসলাম আর নেই 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ২১, ২০২২
সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার শামসুল ইসলাম আর নেই 

ঢাকা: সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  

মঙ্গলবার (২১ জুন) বিকেলে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

তার বয়স হয়েছিল ৭১ বছর।

অবসরপ্রাপ্ত এই জেলা জজের মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ২১, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।