ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত ভাগ্যবান: স্বরাষ্ট্রমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ২২, ২০২২
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত ভাগ্যবান: স্বরাষ্ট্রমন্ত্রী 

জয়পুরহাট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। আর এ এগিয়ে চলার সঙ্গী হতে পারায় এ প্রজন্মের শিক্ষার্থীরা অনেক ভাগ্যবান বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

বুধবার (২২ জুন) দুপুর আড়াইটায় জয়পুরহাটে শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুলের নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী বেলুন উড়িয়ে এবং নামফলক উন্মোচন করে নামকরণের উদ্বোধন করেন।

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ মানেই একটি সুখ-সমৃদ্ধির রঙিন ছবি। বাংলাদেশ মানেই শেখ মুজিব ও শেখ হাসিনার স্বপ্নে গড়া একটি উন্নত দেশ।  

এরপর পুলিশ লাইনস পুরুষ ব্যারাকে মন্ত্রী মুক্তিযুদ্ধ কর্নার নামে একটি গ্যালারি উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।