ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে পদ্মার পানি কমতে শুরু করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ২৩, ২০২২
শরীয়তপুরে পদ্মার পানি কমতে শুরু করেছে

শরীয়তপুর: শরীয়তপুর জেলায় পদ্মার পানি কমতে শুরু করেছে।  বৃহস্পতিবার (২৩ জুন) পদ্মার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুপুরে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, সকাল ৯টা থেকে সুরেশ্বর পয়েন্টে রাডার স্কেলে পদ্মার পানি বইছে ৪ দশমিক ৫২ মিটার ওপর দিয়ে। এই পয়েন্টে ৪ দশমিক ৪৫ মিটার বিপৎসীমা নির্ধারণ করা আছে। তবে এর আগে গত সোমবার পদ্মার পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

তিনি আরও জানান, বুধবার থেকে পদ্মায় পানি কমতে শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত পানি বৃদ্ধির ফলে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ড বন্যার যাবতীয় তথ্য সংগ্রহ করতে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।