ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ২৪, ২০২২
কক্সবাজারে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের 

কক্সবাজার: কক্সবাজার শহরের বাজারঘাটা পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে প্রাণ গেল সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্র মারুফুল ইসলাম মাহীর (১৯)।

গোসলে নেমে শুক্রবার (২৪ জুন) বেলা ১১টার দিকে নিখোঁজ হন মাহি।

পরে বেলা ৩ টার দিকে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

পরে সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।  

তিনি জানান, মাহি পুকুরে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে উদ্ধার কাজে যোগ দেয় কক্সবাজার সৈকতে কর্মরত একদল লাইফগার্ড কর্মী। সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৩ টার দিকে দেহ খুঁজে পাওয়া যায়।  

নিখোঁজ মাহির বন্ধু ইয়াছরিফ রশিদ তামিম জানায়, সকাল ১০টার দিকে তারা ৯ বন্ধু গোসল নামেন। ১১টার দিকে পুকুর থেকে উঠে আসার পর তারা খেয়াল করেন মাহি আসেননি, তাঁর সেন্ডেল পড়ে রয়েছে সিঁড়িতে। পরে  ফোন করে খবরটি তার পরিবারকে জানানো হয়।

মাহি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আব্দুল মালেকের ছেলে এবং কক্সবাজার সিটি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মাহির সহপাঠিদের অভিযোগ, উদ্ধার কাজে ধীরগতি কারণে এ মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।