ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুতে দাঁড়িয়ে আ.লীগের তওবা করা উচিত: জাগপা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০২২
পদ্মা সেতুতে দাঁড়িয়ে আ.লীগের তওবা করা উচিত: জাগপা জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনকে আমরা ধন্যবাদ জানাই। তবে, পদ্মা সেতুসহ অতীতের সব দুর্নীতির জন্য আওয়ামী লীগ সরকারের তওবা করে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।

কারণ জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু হয়েছে। কেউ যদি পদ্মা সেতুকে পৈত্রিক সম্পত্তি মনে করে বিরোধী নেতাদের পানিতে ফেলে দিতে চান, তাহলে তাদের মনে রাখা ভাল এ দেশে বহু ক্ষমতার পতন হয়েছে। শুধু সময়ের অপেক্ষায় আওয়ামী লীগ সরকারের পতন হবে, ইনশাল্লাহ।

শুক্রবার (২৪ জুন) বিকালে যুব জাগপা আয়োজিত ‘পলাশী দিবসের ইতিহাস’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মেয়ে তাসমিয়া প্রধান বলেন, বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে নিতে সরকারের এজেন্সিরা শনিবার (২৫ জুন) কী খেলার পরিকল্পনা করছেন জানি না। তবে, মনে রাখুন সভ্য রাজনীতিকে হত্যা করে নোংরা রাজনীতির সূচনাই পলাশীর ইতিহাস। পলাশী যুদ্ধের সূচনা থেকেই বাংলাদেশে নোংরা রাজনীতিতে অনুপ্রবেশ ঘটে। তাই পলাশী দিবস থেকে শিক্ষা নিয়ে নব্য ঘষেটি বেগমদের রুখে দিতে হবে। এদেশ ও দেশের মানুষকে বাঁচাতে হবে।

তাসমিয়া প্রধান আরও বলেন, পদ্মা সেতুর গায়ে হলুদ মাখেন, রঙ মাখেন বা উদ্বোধন করেন সেটা আফসোস নয়! আফসোস সিলেটসহ দেশের ১৫ জেলার বানভাসি মানুষ মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, ঢাকা মহানগর সভাপতি আরিফ হোসেন ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ এনায়েত আহমেদ হালিম, মো. নাসির উদ্দিন, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সহ-সভাপতি সাহাবুউদ্দিন সাবু, প্রচার সম্পাদক বিপুল সরকার, যুব জাগপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পাভেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।