ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামগতিতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুন ২৬, ২০২২
রামগতিতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ   প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে একটি পুকুর থেকে শেখ শামছুউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৬ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

 

শামছুউদ্দিন জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের মৃত শেখ সৈয়দ আহম্মদ ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামল গ্রামের একটি পুকুরে এক বৃদ্ধ লোকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে রামগতি থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করে।  

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শামছুউদ্দিন নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।  ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে পানিতে পড়ে গিয়ে মারা যায়।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।