ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুয়া খেলায় বাধা: স্বামী-স্ত্রীকে কোপালো বখাটেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুন ২৬, ২০২২
জুয়া খেলায় বাধা: স্বামী-স্ত্রীকে কোপালো বখাটেরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলায় বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা।

শনিবার (২৫ জুন) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

রোববার (২৬ জুন) এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায় যে, ওই গ্রামের নুরুল আমিন একই গ্রামে একটি পুকুর ভাড়া নিয়ে ৬ বছর যাবত মাছ চাষ করছেন। ওই পুকুর পাড়ে এলাকার বখাটে রানাসহ ৫/৬ জন এসে জুয়ার  আড্ডা জমায়। নিষেধ করলে তারা নুরুল আমিন ও তার পরিবারের লোকদের প্রাণ নাশের হুমকি দেয়। ঘটনার সময়  অভিযুক্তরা পুকুর পাড়ে জুয়ার আসর জমায়। তাদেরকে নুরুল আমিনের ছেলে মো. রাসেল (২৮) বাধা দিলে তাকে মারধর করে। এ সময় তাকে বাঁচাতে বাবা নুরুল আমিন (৫৫) ও মা নাছিমা বেগম (৪৫) এগিয়ে আসলে ও তাদের কুপিয়ে এবং পিটিয়ে জখম করে।

এ ব্যাপারে আহত নাছিমা বেগম বাদী হয়ে রানাসহ ৫ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।