ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গি হামলায় নিহতদের স্মরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
জঙ্গি হামলায় নিহতদের স্মরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনে স্থাপিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে শোলাকিয়া ঈদগাহের কাছে স্থাপিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ।

শ্রদ্ধা জানানোর পর নিহত দুই পুলিশ সদস্য এবং ওই দিনের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে জঙ্গি হামলায় ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের বাসায় গিয়ে তার স্বজনদের খোঁজ খবর নেন শামীম আলম ও মাশরুকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ জুলাই সকালে ঈদুল ফিতরের জামাতের ঠিক আগে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনে তল্লাশি চৌকিতে ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ হামলায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আনছারুল হক ও জহিরুল হক এবং গুলিবিদ্ধ হয়ে সবুজবাগ এলাকার গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক মৃত্যুবরণ করেন। এ সময় আবির হোসেন নামে এক জঙ্গিও নিহত হন। এছাড়াও এ ঘটনায় ১২ পুলিশ সদস্য ও চার মুসল্লিসহ ১৬ ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ