ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

কোরবানির পশু ধরতে গিয়ে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
কোরবানির পশু ধরতে গিয়ে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু বরিশালে কোরবানির পশু ধরতে গিয়ে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল: বরিশালে কোরবানির গরু‌কে ধর‌তে গি‌য়ে পিলা‌রের সঙ্গে ধাক্কা লে‌গে জাহাঙ্গীর হো‌সেন না‌মে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

রোববার (১০ জুলাই) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই ঘটনা ঘটে।

 

মৃত জাহাঙ্গীর হো‌সেন রহমতপুর বাজা‌রের ওষুধ ব্যবসায়ী এবং ওই এলাকারই বা‌সিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ফজরের নামাজ শেষে গরুটিকে কোরবানির জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু হঠাৎ গরুটি বেপরোয়াভাবে দৌড় দিলে তা ধরতে গিয়ে রাস্তার পাশে সীমানা পিলারে ধাক্কা খান জাহাঙ্গীর। এ সময় জাহাঙ্গীরকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল ক‌লেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

ব‌রিশাল এয়ার‌পোর্ট থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কম‌লেশ চন্দ্র হালদার ব‌লেন, এমন খবর এখন পর্যন্ত আমরা শুনিনি। খোঁজ নি‌চ্ছি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এমএস/ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।