ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

৯৫০০ মেট্রিক টন কোরবানির বর্জ্য স্থানান্তর করেছে দক্ষিণ সিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
৯৫০০ মেট্রিক টন কোরবানির বর্জ্য স্থানান্তর করেছে দক্ষিণ সিটি

ঢাকা: ৯ জুলাই রাত ১১টা থেকে ১১ জুলাই দুপুর ১টা পর্যন্ত মোট ৩৮ ঘণ্টায় প্রায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।          

সোমবার (১১ জুলাই) সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মোট ২ হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এসব বর্জ্য স্থানান্তর করা হয়েছে।     

এছাড়া দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকেই গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ১১, ২০২২  
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।