ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ-শ্লীলতাহানি চক্রের হোতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ-শ্লীলতাহানি চক্রের হোতা আটক

ঢাকা: চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এবং নারী প্রার্থীদের শ্লীলতাহানীর অভিযোগে চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর খিলক্ষেত থেকে তাকে আটকের বিষয়টি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।

তিনি জানান, সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বিপুলসংখ্যক চাকরি প্রার্থীর অর্থ আত্মসাৎ এবং নারী চাকরি প্রার্থীদের শ্লীলতাহানীর অভিযোগে মূলহোতাকে আটক করা হয়েছে।

আ ন ম ইমরান খান বলেন, মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।