ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ৩০

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গোপালপুর এলাকা থেকে নারী, পুরুষ, শিশু ও দালালসহ ৩০ জনকে আটক করেছে বিজিবি।  

আটক ৩০ জনের মধ্যে দালালসহ নয়জন পুরুষ, ১০ জন নারী ও ১১টি শিশু রয়েছে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার শ্যামকুড় গ্রামের মো. ইনামুল গাজী (৩৪), শাহানাজ পারভীন (২৫), আসিফ গাজী (৮), আছিয়া খাতুন (২), স্বপ্না খাতুন (২৬), সিরিনা খাতুন (২৪), প্রশান্তি  মণ্ডল (৫০), আদোরী খানম (১৫), আছিয়া আক্তার (৩৫), সাতক্ষীরা জেলার আকিজুল ইসলাম (১৯), নড়াইল জেলার যড়গাতী গ্রামের মো. সবুজ শেখ-(৩৩), নাজিমা সুলতানা (২৩), আন নাজমুস সাকিব (৫), সোয়াইব ইসলাম (০২), কৃষ্ণপুর গ্রামের মো. হালিম মোল্যা (২৬), আজমীরা খাতুন (২৩), আছিয়া খাতুন (০২), সাগরিকা (২১), সিনহা (০১), ঢাকা জেলার ওয়ারী সুইপার কলোনীর, ভিগঙ্গা (৩৩), বাংগারী শান্তি (২৬), ভিসিদ্ধু (০৬), বাংগারী তুলসী (১০), বাগেরহাট জেলার গুলিশাখালী গ্রামের, রীনা বেগম (৩৪), লামিয়া আক্তার (০২), শাহিদা বেগম (২৫), ফারজানা আক্তার (০৯), মো. রুস্তম শেখ (২৮), মো. ওহিদুল আকন (৩৭), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পাথরা গ্রামের বাসিন্দা দালাল মো. তৌফিক (২৫)।

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা দিয়ে আটক বাংলাদেশি নাগরিকদের ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।