ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

তরুণীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
তরুণীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেফতার

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে এক তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) ভোরে নওহাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওই যুবকের নাম রাজু আহমেদ (২৫)। তিনি উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দনারায়ণপুর গ্রামের হায়দার আলী মণ্ডলের ছেলে।

ওই তরুণীর বোন জানান, কলেজে পড়ার সময় তার বোনের সঙ্গে রাজু নামে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে মোবাইল ফোনে তার কিছু ছবি তুলে রাখে ওই ছেলে। ছবিগুলো সুপার এডিট করে অশ্লীলভাবে তৈরি করে মেসেঞ্জারে পাঠিয়ে তার বোনকে কু-প্রস্তাব দেয়। এতে তার বোন রাজি না হলে কয়েকটি ছবি রাজু তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে। এছাড়া বেশ কিছু ছবি তার ছোট ভাইয়ের মোবাইলে পাঠিয়ে তাকেও নানান হুমকি দেয় রাজু।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রোববার (১৭ জুলাই) দিবাগত রাতে এ ব্যাপারে অভিযুক্ত তরুণীর বোন বাদী হয়ে মহাদেবপুর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর সোমবার ভোরে অভিযুক্ত রাজুকে নওহাটা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেখানে ওই তরুণীর সুপার এডিট করা অশ্লীল ছবি পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।