ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

বংশালে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বংশালে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর বংশালে আব্দুর রউফ সেন্টু (৫০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।  

সোমবার (১৮ জুলাই) রাত ১টার দিকে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সেন্টু নামে ওই ব্যক্তি বংশাল তারা মসজিদ এলাকায় রাস্তার মধ্যে পড়েছিলেন। পরে দুই লোক তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত সেন্টুর শরীরে তেমন আঘাতের চিহ্ন না থাকলেও তার ডান হাতে একটি কাটা জখম রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সেন্টু সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকায় থাকতেন। তিনি তেমন কিছু না করলেও ওই এলাকায় রাতে নাইটগার্ডরা সঠিকভাবে ডিউটি করেন কিনা তা দেখাশোনা করতেন।

ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়:  ০১৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।