ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নগরকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
নগরকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে।  

শুক্রবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে নগরকান্দা সদর বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু।

 

এ সময় তিনি নগরকান্দা সদর বাজারের পৌর ভবনের সামনে পেট্রোল পাম্প সংলগ্ন নির্মাণাধীন দু’টি পাকা স্থাপনা গুঁড়িয়ে দেন।

অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজি টুলু বলেন, সম্প্রতি নগরকান্দা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ দু’জন কর্মকর্তা বদলি হয়েছেন। আর এ সুযোগে একটি মহল এ জায়গায় পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করছিলেন। যেটি সম্পূর্ণ অবৈধ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’টি দোকান উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।