ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্বামীকে হত্যার পর থানায় স্ত্রীর আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
স্বামীকে হত্যার পর থানায় স্ত্রীর আত্মসমর্পণ

নরসিংদী: নরসিংদীর শিবপুরে স্ত্রীর হাতে মোফাজ্জল প্রধান (৩৮) নামে এক ব্যক্তি খুন হয়েছে।  

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পরদিন শুক্রবার ( ২২ জুলাই) সকালে অভিযুক্ত স্ত্রী নিজেই থানায় আত্মসমর্পণ করেন।

পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মোফাজ্জল খড়িয়া গ্রামের মৃত ওয়াজ উদ্দিন প্রধানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ২০ বছর পূর্বে মোফাজ্জল প্রধানের সঙ্গে একই গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে জুনু বেগমের (২২) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সংসারে মাহিন প্রধান (১৭) নামে এক ছেলে সন্তান রয়েছে। মোফাজ্জল নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

বৃহস্পতিবার রাতে মোফাজ্জলের সঙ্গে স্ত্রী জুনুর টাকা নিয়ে বাগবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে মোফাজ্জল উত্তেজিত হয়ে স্ত্রীর দিকে শাবল নিয়ে তেড়ে আসেন। ওই সময় জুনু শাবল ছিনিয়ে নিয়ে মোফাজ্জলকে পাল্টা আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সারারাত স্বামীর লাশের পাশে থেকে সকালে শিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন জুনু।  

সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেল ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।