ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

২ ছিনতাইকারীকে একাই ধরে ফেললেন জবি ছাত্রী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
২ ছিনতাইকারীকে একাই ধরে ফেললেন জবি ছাত্রী!

ঢাকা: কারওয়ান বাজারের জ্যামে আটকে আছে বাস । ধীরগতিতে যাওয়া সেই বাসে জানালার পাশে সিটে বসে ছিলেন এক তরুণী।

হঠাৎ বাসের বাইরে থেকে জানালার ভেতরে ছোঁ মেরে তার মোবাইল ফোনটি নিয়ে যায় এক ছিনতাইকারী বা টানা পাটির সদস্য।

এতে হতভম্ব হয়ে সঙ্গে সঙ্গে ওই তরুণী বাস থেকে নেমে পিছু নেয় ওই ছিনতাইকারীর। কিছুক্ষণ ধাওয়া করতে করতে ছিনতাইকারী পালিয়ে গেলে ওই তরুণীর চোখে পড়ে আরও একটি ছিনতাইয়ের দৃশ্য। অপর এক নারীর ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল সেই ছিনতাইকারী। এ সময় দাঁড়িয়ে থাকা ওই তরুণী ধাওয়া করে তাকে ধরে ফেলেন। তরুণীর সাহস দেখে আসপাশের পথচারীরা এগিয়ে আসেন।

দ্বিতীয় ঘটনায় ধরা পড়া ছিনতাইকারীর কাছ থেকে প্রথম ঘটনার (মোবাইল ফোন ছিনতাই) ছিনতাইকারীর তথ্য ও অবস্থান কৌশলে বের করার চেষ্টা করেন ভুক্তভোগী তরুণী। অবশেষে তাকেও খুঁজে বের করতে সক্ষম হয় তিনি।

বুধবার (২০ জুলাই) রাজধানীর মিরপুর থেকে বাসে করে পুরান ঢাকায় যাওয়ার সময় পথে কারওয়ান বাজারে ঘটে এ ঘটনা। এ সময় কৌশলে ছিনতাকারীকে ধরতে ভুক্তভোগী তরুণীকে সহায়তা করেন জীবন আহমেদ নামে এক সাংবাদিক ।

পরে বিষয়টি তেজগাঁও থানায় জানালে পুলিশে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আটক দুই ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর হারানো মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ।

ভুক্তভোগী ওই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই দুইজন ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার পরেও পুলিশ যদি আমার মোবাইল ফোন উদ্ধার না করতে পারে, এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। আমি একজনকে ধরে তার কাছ থেকে কথা নিয়ে আরেক ছিনতাকারীকে ধরে ফেললাম। আর আপনারা (পুলিশ) দুইজনকে পেয়েও ফোন উদ্ধার করতে পারছেন না?

এ সময় এক পুলিশ সদস্য বলেন, আমরা চেষ্টা করবো।

এ কথা শুনে ওই তরুণী ফের ক্ষোভ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে শুক্রবার (২২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান বাংলানিউজকে বলেন, ঘটনায় ওই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারে চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে সেটি উদ্ধার করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।