ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাসড়কের দুপাশে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
মহাসড়কের দুপাশে সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের পাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।  

রোববার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায় সওজ।

 

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপদ বিভাগের ঢাকা জোনের উপ-সচিব (সম্পত্তি ও আইন) কামরুজ্জামান মিয়া ও সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মনসুর আহমেদ।  

অভিযানের সময় সওজের এই কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, মহাসড়কের দুই পাশে সওজের জায়গা স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে পাকা, আধাপাকা, কাঁচা ছোট-বড় প্রায় ২ শতাধিক স্থাপনা গড়ে তোলে। এ সব অবৈধ স্থাপনা অপসারণে সড়ক বিভাগ থেকে গত ২০ জুলাই নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা নিজ উদ্যোগে তা অপসারণ না করায় এ দিন এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তারা আরও বলেন, আমাদের এ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ