ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বৌদ্ধ মন্দিরের জায়গা দখলমুক্ত করল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
বৌদ্ধ মন্দিরের জায়গা দখলমুক্ত করল প্রশাসন

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটার সীমা বৌদ্ধ মন্দিরের ২৪ শতাংশ জায়গা দখল করে, অবৈধভাবে গড়ে তোলা ১৫টি দোকান উচ্ছেদ করে দখলমুক্ত করেছে প্রশাসন।

সোমবার (২৫ জুলাই) দুপুরে কুয়াকাটার মিশ্রীপাড়া ঐতিহ্যবাহী সীমা বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিকী।

 

এ সময় মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে জোর করে অবৈধভাবে ধর্মীয় প্রতিষ্ঠানটির জায়গা দখল করে ছিল। তাদের বার-বার নির্দেশনা দেওয়া হলেও স্থাপনা সরিয়ে না নেওয়ায়, ডিসি স্যারের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করা হয়েছে।  

বহু বছর পর মন্দিরের জমি ফিরে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ২৫ জুলাই, ২০২২
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।