ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

যশোরে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ছিল ১ ঘণ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
যশোরে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ছিল ১ ঘণ্টা ফাইল ফটো

ঢাকা: যশোরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ওই জেলা কেন্দ্রীক রুটে রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিল।  পরে ওয়াগন উদ্ধার করা হলে রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে যশোর রেল স্টেশন মাস্টার আয়নাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়নাল হাসান বলেন, রাত ৮টা ১০ মিনিটে খুলনা থেকে রিলিফ ট্রেন ছেড়ে এসেছে। সেটা যশোর স্টেশনে পৌঁছানোর পর লাইনচ্যুত কন্টেইনারটি উদ্ধারের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। এখন সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর যশোর রেলস্টেশনে খুলনাগামী যাত্রীবাহী দু’টি ট্রেন আটকা পড়ে। সেগুলোও এখন ছেড়ে গেছে।

এর আগে, সন্ধ্যায় পার্বতীপুর থেকে খুলনাগামী তেলবাহী একটি ট্রেনের বগি যশোর রেল স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়।

বাংলাদেশ সময়: ২২২৩, জুলাই ২৮, ২০২২
এনবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।