ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিয়ের বাজারে পাত্রী হিসেবে কে সেরা, বিতর্কে প্রমাণের চেষ্টা!

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
বিয়ের বাজারে পাত্রী হিসেবে কে সেরা, বিতর্কে প্রমাণের চেষ্টা!

ইবি: বিয়ের বাজারে পাত্রী হিসেবে কে সেরা? গৃহিনী, ডাক্তার, উদ্যোক্তা, বড় লোকের বেটি, বিশ্ববিদ্যালয় শিক্ষিকা, সুন্দরী কন্যা, বিয়ের ঘটক নাকি বিসিএস ক্যাডার? যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীরা।  

বৃহস্পতিবার (২৮ জুলাই) ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে এক রম্য বিতর্কে পাত্রী হিসেবে বিভিন্ন পেশায় সেরা প্রমাণে নানা যুক্তিতর্ক উপস্থাপন করে প্রতিযোগিরা।

হলে ছাত্রীদের ডাইনিংমুখী এবং সাংস্কৃতিক কার্যক্রমে উৎসাহিত করতে হল প্রশাসন এ আয়োজন করে।

বিতর্কের পাশাপাশি পিলো পাসিং, ফোক গান প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমসহ হলের হাউজ টিউটররা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং হলের ছাত্রীদের জন্য হল প্রশাসনের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।