ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে ১৬০০ লিটার তেলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
নারায়ণগঞ্জে ১৬০০ লিটার তেলসহ আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেল চোরাই চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরের দিকে র‍্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর মালিগাঁও এলাকার মো. রহিমের ছেলে মো. ইসমাইল হোসেন (৩২) ও ময়মনসিংহের ফুলপুরের গড়পয়ারী এলাকার এহেন আলীর ছেলে মো. আলতাফ হোসেন (৪৫)।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে কেনাবেচা করছিলেন। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে পিকআপভ্যান ব্যবহার করে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬০০ লিটার তেল ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। আটকদের নামে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।