ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

আক্কেলপুরে ওষুধের দাম বাড়িয়ে লেখায় জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
আক্কেলপুরে ওষুধের দাম বাড়িয়ে লেখায় জরিমানা 

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ফিজিশিয়ান স্যাম্পল, আনরেজিস্টার্ড ওষুধ সংরক্ষণ এবং প্যারাসিটামল জাতীয় ওষুধের মূল্য তুলে তার ওপর হাত দিয়ে দাম বাড়িয়ে লেখার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (৩১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের ফার্মেসিগুলোতে এ অভিযান চালানো হয়।

 

অভিযান পরিচালনা করেন জয়পুরহাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আশিক রেজা, মো. রিফাতুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান এবং ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোকছেদুল আমিন।

ওষুধ তত্ত্বাবধায়ক মোকছেদুল আমিন জানান, জয়পুরহাট জেলায় ওষুধের অনিয়ম রোধে অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে নকল ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধে মাঠ পর্যায়ে ফার্মেসি পরিদর্শন জোরদারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচারিত হবে।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।