ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

আরও ১০ পুলিশ সুপারের বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
আরও ১০ পুলিশ সুপারের বদলি

ঢাকা: দেশের ৪০ জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে নতুন পুলিশ কর্মকর্তাদের নিয়োগের পর আরও ১০ এসপিকে বদলি করা হয়েছে। এই ১০ জন ১০ জেলায় এসপি হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এই ১০ জনকে বদলি করা হয়।

তাদের মাগুরা, শেরপুর, বরগুনা, সাতক্ষীরা, ঝালকাঠি, বান্দরবান, পঞ্চগড়, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ জেলা থেকে সরিয়ে নতুন দপ্তরের দায়িত্বে দেওয়া হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে পৃথক এক প্রজ্ঞাপনে ৪০ জেলায় নতুন এসপি দেওয়া হয়।

এর আগে গত ১৩ জুলাই অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে ব্যাপক রদবদল করা হয়। তখন ১৩৯ জন অতিরিক্ত ডিআইজি পদে রদবদল হয়। এর মধ্যে এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১১৬ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়।

আরও পড়ুন: ৪০ জেলায় নতুন পুলিশ সুপার

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।