ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংড়ায় বজ্রপাতে নানা-নাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
সিংড়ায় বজ্রপাতে নানা-নাতির মৃত্যু প্রতীকী ছবি

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পশ্চিম বিল এলাকায় বজ্রপাতে নানা-নাতির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৪ আগস্ট) চৌগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- আমির শেখ (৬৫) ও নাতি পাপ্পু হোসেন (১২)। দু’জনই ওই গ্রামের বাসিন্দা। নাতি পাপ্পু চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।  

ইউপি চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম বলেন, বুধবার (৩ আগস্ট) বিকেলের দিকে নানা-নাতি মিলে জাল নিয়ে মাছ ধরতে বাড়ির পাশে স্থানীয় হিয়ালা বিলে যান। সে সময় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তারা বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত ১০টার দিকে বিলের মধ্যে তাদের দু’জনের ভাসমান ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। বজ্রপাতেই তাদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।