ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
লক্ষ্মীপুরে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবদুর রহিম শুভ (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।  

বুধবার (১০ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর শিশুকল্যাণ পরিবারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শুভ লক্ষ্মীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। সাহাপুর মিজি বাড়ির আবদুল আজিজের ছেলে শুভ শহরের একটি টেইলার্সে কাটিংয়ের কাজ করতেন।  

লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী জানান, রাতে শুভ মোটরসাইকেল (বাইক) চালিয়ে লক্ষ্মীপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে সাহাপুর শিশুকল্যাণ পরিবার এলাকায় রাস্তার গর্তে চাকা পড়লে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পড়ে যান।  এতে গুরুতর আহত হন শুভ। এ অবস্থায় শুভকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।