ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

ঠাকুরগাঁও: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারের ব্যবসায়ী মো. বাবুকে (৩৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

বুধবার ( ১০ আগস্ট) সারের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই কারাদণ্ড দেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।

  

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসের আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী বাবু নামে একজন খুচরা সার ব্যবসায়ীকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কৃষকদের ন্যয্যমূল্যে সার প্রাপ্তির জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।