ডেস্ক : শেরপুর ও জামালপুরের ওপর দিয়ে বৃহস্পতিবার সকালে বয়ে গেছে ভয়ঙ্কর কালবেশাখী ঝড়। এতে বিধ্বস্ত হয়েছে কয়েক শ’ বাড়িঘর।
আমাদের শেরপুর প্রতিনিধি জানান, কাল বৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে শেরপুর পৌরসভাসহ সদর উপজেলার ৬টি ইউনিয়ন। ঝড়ে কমপে ৫ শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত ও কমপে ৫০ জন আহত হয়েছেন।
ঝড়ের আঘাতে শেরপুর পৌরসভার গৌরীপুর এলাকায় দুটি বৈদ্যুতিক টাওয়ার ভেঙ্গে পড়ায় ভোর ৫টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে শেরপুর শহর। পরে বিশেষ ব্যবস্থায় পিডিবি’র কর্মকর্তারা বেলা ২টায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করেন।
ঝড়ের তান্ডবে শেরপুর-ঢাকা মহাসড়কে নবীনগরের কাছে একটি বিশাল গাছ ভেঙ্গে পড়লে ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে এলাকাবাসী গাছটি কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আমাদের জামালপুর প্রতিনিধি জানান, কালবৈশাখী ঝড়ে জামালপুরে দুই শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় ঘর ও গাছ চাপা পড়ে আহত হয়েছে কমপে ২০ জন।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লরিচর ইউনিয়নের ৫টি গ্রামের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। কয়েক মিনিট স্থায়ী এ ঝড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। ঘর ভেঙে ও গাছ চাপা পড়ে এ সময় আহত হয় কমপে ২০ জন।
বাংলাদেশ স্থানীয় সময় : ১৭০০ ঘণ্টা, ৩ জুন ১০
প্রতিনিধি/এজে/জেএম