ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সোনারগাঁয়ে বিপুল মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
সোনারগাঁয়ে বিপুল মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল, ৪২ ক্যান বিদেশি বিয়ার এবং ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩৭৫ বোতল ফেনসিডিল, ৪২ ক্যান বিদেশি বিয়ার এবং ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তারা হলেন- কবির (৩৪) এবং নজরুল ইসলাম (২৬)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।