ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজশাহীর সহকারী হাইকমিশনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
রাজশাহীর সহকারী হাইকমিশনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

রাজশাহী: নানা আয়োজনে রাজশাহীতে উদযাপিত হয়েছে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস। দিবসটি পালনে সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় মহানগরের পদ্মা আবাসিক এলাকায় থাকা ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

প্রথমেই সহকারী হাইকমিশন কার্যালয়ে উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকা। এ সময় সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত অতিথীরা।

পরে দিবসটি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাজশাহীতে নিযুক্ত ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার ব্রিজদেও প্রসাদ। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা, রাজশাহীতে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থী ও ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।