ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

সব ধর্ম পালনের নিশ্চিয়তা দিয়েছে আ.লীগ: রেজাউল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
সব ধর্ম পালনের নিশ্চিয়তা দিয়েছে আ.লীগ: রেজাউল করিম

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় কর্মকাণ্ড পালনের নিশ্চিয়তা দিয়েছে। দেশে যখনই অন্য দলের সরকার ক্ষমতায় থাকে তখই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়।

 

শুক্রবার (১৯ আগস্ট) সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

ওই দিন সকালে উপজেলার শ্রীরামকাঠী হরিসভার সভাপতি ডাক্তার সুভাষ চন্দ্র হালদারের সভাপতিত্বে হরিসভা মন্দির মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চঞ্চল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক তুহিন হালদার তিমির প্রমুখ। এর আগে মন্ত্রী একই দিন সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় হরি মন্দিরের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে
অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।